জুমবাংলা ডেস্ক : তীব্র গরমে অস্থির হয়ে ওঠেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। বৃষ্টির তেমন দেখা নেই; শুকিয়ে কাঠ আমন ক্ষেত। এরই মধ্যে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়ও করেছেন দিনাজপুরের মানুষ। বর্তমানে দেশের উত্তরাঞ্চলের তিন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস।
সোমবার (১৮ জুলাই) সকাল ৯টায় দেয়া সবশেষ আবাহাওয়া বার্তায় বলা হয়, আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে ২০ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এর আগের ২৪ ঘণ্টায় সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজারের কুতুবদিয়া, টেকনাফ ও সিলেটে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় সিলেটে বৃষ্টিপাত বেড়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৪৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। যদিও ঢাকায় কোনো বৃষ্টিই হয়নি।
আবহাওয়া অফিস বলছে, ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়ছে। সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি ২০ জুলাই থেকে সারা দেশে বৃষ্টি বাড়বে। এতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।