স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের কাবাডিতে শুভ সূচনা বাংলাদেশ পুরুষ দলের। সোমবার (০২ অক্টোবর) ‘এ’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে ৮টি লোনাসহ জাপানকে ৫২-১৭ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজরা।
চীনের হাংজুতে শুরু থেকেই দাপট দেখায় তুহিন তরফদারের নেতৃত্বাধীন দলটি। ঝিয়াওশান গোয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে ২৫-৬ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। এরপর প্রভাব দেখিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রমেশ নাগাপ্পার শিষ্যরা।
এই ম্যাচে মোট ৪২টি আউট পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া দুটি বোনাস পয়েন্টও পেয়েছে লাল-সবুজেরা। অন্যদিকে জাপান ৮টি আউট পয়েন্ট, একটি বোনাস পয়েন্ট এবং একটি সুপার ট্যাকল পয়েন্ট পেয়েছে।
এদিকে বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। ৪ অক্টোবর তাইওয়ান ও ৫ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে লড়বে মিজানুর রহমান-রাজিব আহমেদরা। আর প্রথম ম্যাচ জিতে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে লাল-সবুজেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।