গোপনে ২ বার গর্ভপাত করেছিলেন, ফাঁস হল কাজলের গোপন কীর্তি

ফাঁস হল কাজলের গোপন কীর্তি

বিনোদন ডেস্ক : বলিউডে শাহরুখ-কাজল জুটি সুপারহিট হলেও বাস্তব জীবনে বলিউডের এই সুন্দরী গাঁটছড়া বেঁধেছেন অজয় দেবগণের সঙ্গে। আজ দুই সন্তান নিয়ে সুখের সংসার তাদের। অজয় এখন ধারাবাহিকভাবে অভিনয় করে গেলেও কাজল সংসারের জন্য বলিউড থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিয়েছেন। তবে আজও দর্শকদের মধ্যে কাজলকে নিয়ে আগের মতই উন্মাদনা কাজ করে।

ফাঁস হল কাজলের গোপন কীর্তি

আজ থেকে প্রায় ৩০ বছর আগে বলিউডের পা রেখেছিলেন তনুজা কন্যা কাজল। ছিপছিপে, শ্যামাঙ্গি এই অভিনেত্রীর চেহারার মিষ্টতা মুগ্ধ করেছিল দর্শকদের। পরে শাহরুখ খানের সঙ্গে তার জুটি হয়ে উঠল এভারগ্রীন। অনস্ক্রিন শাহরুখের সঙ্গে রোমান্স জমলেও তলে তলে কিন্তু অজয় দেবগণের সঙ্গে তার রোম্যান্স বেশ ভালই জমছিল।

যদিও প্রথমদিকে কিন্তু অজয়কে মোটেই পছন্দ করতেন না কাজল। তবে ‘হালচাল’ ছবিতে একসঙ্গে অভিনয় করার পর অজয়ের প্রতি তার ভাবনা বদলাতে থাকে। সেই সময় তাদের দুজনেরই মনে অন্য মানুষ ছিলেন। কিন্তু একসঙ্গে অভিনয় করতে করতে তারা বুঝতে পারেন তাদের সম্পর্ক গভীর হচ্ছে। এরপর পুরনো সম্পর্কের অবসান ঘটিয়ে তারা নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন।

তবে ৯০ এর দশকের বলিউড সিনেমাগুলোর মত অজয় এবং কাজলের ভালবাসার মাঝে ভিলেন হয়ে দাঁড়ালেন কাজলের বাবা। তিনি কিছুতেই অজয় দেবগণকে জামাই হিসেবে মেনে নিতে চাইলেন না। যদিও পরে অবশ্য মেয়েকে খুশি থাকতে দেখে তিনি তার মত বদলেছিলেন। একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে এমনই সব অজানা কথা শেয়ার করেন কাজল।

হানিমুনের কথাও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তিনি চেয়েছিলেন তাদের হানিমুন যেন অনেকদিনের হয়। তাই তারা হানিমুন পর্বে একের পর এক দেশ ঘুরেছেন। এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছাতেই তাদের সময় লেগেছিল ৫ সপ্তাহেরও বেশি। শেষমেষ মিশর ভ্রমণের সময় অজয় অসুস্থ হয়ে পড়লে তাদের বাড়ি ফিরে আসতে হয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই ভাইসহ প্রাণ গেল ৩ জনের

এত মিষ্টি প্রেমের গল্পের মাঝেও একসময় কঠিন পরিস্থিতি আসে তাদের জীবনে। ‘কভি খুশি কভি গম’ ছবির শুটিংয়ের সময় কাজলের প্রথম বার গর্ভপাত হয়। অভিনেত্রী এতটাই ভেঙে পড়েছিলেন যে ছবি সফল হওয়ার আনন্দ তিনি উপভোগ করতে পারেননি। দ্বিতীয়বারও তার গর্ভে সন্তান নষ্ট হয়ে যায়। আবারও ভেঙে পড়েন কাজল। পরে আবার তিনি গর্ভবতী হন এবং আজ তার মেয়ে নাইসার বয়স ১৯ বছর এবং ছেলে যুগের বয়স ১২ বছর। দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন কাজল এবং অজয়। তারা এখন বলিউডের পাওয়ার কাপল।