জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে যুবকের গো.প.না.ঙ্গ কাটার ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জোনাকী বেগম ও তার সহযোগীরা জুসের (কোমল পানিয়) সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বামী হাবিব মিয়াকে সেবন করতে দেন। জুস পান করার পর তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার গো.প.না.ঙ্গ কেটে ফেলা হয়। হাবিব মিয়া যন্ত্রণায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।
সেখানে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানান, হাবিব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের রাষ্ট্র মিয়ার ছেলে। মাধবপুরের নজরপুর গ্রামের জোনাকী বেগমকে দ্বিতীয় বিয়ে করেন হাবিব।
অনুষ্ঠানে গান গাইতে কত টাকা নেন অরিজিৎ? অঙ্কটা জানলে অবাক হবেন
কিছুদিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ওই ঘটনা ঘটিয়েছেন জোনাকী। হাবিবের বাবা রাষ্ট্র মিয়া বাদী হয়ে জোনাকী ও তার মাসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে জোনাকী ও তার মা বকুল বেগম আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।