জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, অনেক ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ পাক জাতিকে ৫ আগস্টের মতো একটি দিন উপহার দিয়েছেন। ছাত্র-জনতার এই ত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। গত ১৭ বছর যাবত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াত সবচেয়ে বেশি জীবনদানের ইতিহাস সৃষ্টি করেছে।
জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের জীবনদানের ইতিহাস গোটা দুনিয়ায় ত্যাগের ইতিহাস ছাড়িয়ে গেছে। বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম এই ইতিহাস অব্যাহত থাকবে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত স্থানীয় ইউরেসিয়া কনভেনশন সেন্টারে রুকনদের দিনব্যাপী ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠানে মোবারক হোসাইন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে জামায়াত ভূমিকা রাখছে। বিগত ১৭ বছরে রাষ্ট্র ধ্বংস করা হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনে জামায়াত ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতি অধিক আগ্রহে বসে আছে। এ দেশের নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতে ইসলামী সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
জাতীয় রাজনীতিতে জামায়াত গুণগত পরিবর্তন আনতে চায়। দেশ ও জাতির সেবা করার জন্য জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত জাতিকে একটি মানবিক রাষ্ট্র উপহার দিতে চায়। একটি বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীগণ সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুতি গ্রহণ করেছে।
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত-নিহতদের পরিবারকে হুমকি দিলে গ্রেফতার
এ সময় কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ নাছিম, জেলার আমির মাওলানা বিল্লাল হোসাইন, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, মো. জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশীদ ওসমানী, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।