স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ফিলিপাইনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র জয়সূচক গোলদাতা শফিক রহমান।
কম্বোডিয়ার নমপেনে বুধবার ম্যাচের ১৫ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি ফিলিপাইন। গোলরক্ষক বল ধরতে আসলে বাধাপ্রাপ্ত হন প্রতিপক্ষের ফরোয়ার্ড। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। গোলরক্ষক আলিফ রহমান পেনাল্টি ঠেকানোর পর ফিরতি শটও প্রতিহত করেন।
১৭ মিনিটে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ফরোয়ার্ড আরহাম ফাউলের শিকার হন। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। শফিক রহমান দুর্দান্ত সেট পিসে বল জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে ফিলিপাইন একাধিক গোলের সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক আলিফ দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তার অসাধারণ নৈপুণ্যে লাল-সবুজের দল জয় নিয়ে মাঠ ছাড়ে।
টুর্নামেন্টের বাছাইপর্ব থেকে দশ গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা পাঁচ রানার্সআপ দল চূড়ান্ত পর্বে খেলবে। স্বাগতিক কম্বোডিয়ার কাছে হেরে বাংলাদেশ বাছাইপর্ব শুরু করেছিল। আজকের জয়ে গাণিতিকভাবে চূড়ান্ত পর্বে তাদের যাওয়ার সম্ভাবনা টিকে থাকলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।