গুজরাতে গরবা উৎসবে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন সিন্ধু, তুমুল ভাইরাল ভিডিও

সিন্ধু

বিনোদন ডেস্ক : পিভি সিন্ধু নাচতেও পারেন! নেটমাধ্যমে ভারতীয় ব্যাডমিন্টন তারকার নাচ দেখে অবাক সমর্থকরা। ‘জিগল জিগল’ গানে নাচলেন সিন্ধু। সোমবার সেই নাচের ভিডিও তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। শাড়ি পরে তাঁর নাচ দেখে সমর্থকরাও প্রশংসা করেছেন।

সিন্ধু

২৭ বছরের সিন্ধুকে দেখে যদিও এক বারের জন্যও মনে হয়নি যে তিনি নাচতে জানেন না। এর আগে গুজরাতে গরবা উৎসবেও নাচতে দেখা গিয়েছিল সিন্ধুকে। জাতীয় গেমসের জন্য সেখানে ছিলেন তিনি। এখন নেটমাধ্যমেও যথেষ্ট সক্রিয় সিন্ধু।

তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি গোলাপি শাড়ির সঙ্গে সাদা স্নিকার্স পরে বাড়ির বারান্দায় নাচছেন সিন্ধু। বাজছে ডিউক এবং জোন্সের ‘জিগল জিগল’ গানটি। সিন্ধুর সেই ভিডিওতে কমেন্ট করেছেন অভিনেতা রোহিত খান্ডেওয়াল। সিন্ধুর মতো তিনিও হায়দরাবাদের।

মেয়ের সঙ্গে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো বাবা, তুমুল ভাইরাল ভিডিও

অলিম্পিক্সে দু’টি পদকের মালিক সিন্ধু। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন তিনি। সিন্ধু এক মাত্র ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি অলিম্পিক্সে দু’টি পদক জিতেছেন। কিছু মাস আগে বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছেন সিন্ধু। কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছেন তিনি।