জুমবাংলা ডেস্ক : কথায় বলে মেয়েদের সঙ্গে তাদের বাবার সম্পর্কের মাধুর্য আলাদা রকমের হয়। একজন বাবার কাছে তার মেয়ে হল রাজকন্যা, আর একজন মেয়ের কাছে তার বাবা পৃথিবীর সেরা পুরুষ। এই বাবা মেয়ের সুন্দর সম্পর্ককে তুলে ধরার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করেন। সম্প্রতি এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন যুবক বাবা ও তার শিশুকন্যার একটা অসাধারণ মুহুর্ত উঠে এসেছে।
মেহেদীস লাইফ নামে একটি ফেসবুক পেজ থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা আছে “বাপ মেয়ের একটু দুষ্টুমি”। ইতিমধ্যেই প্রায় ৩.৫ মিলিয়নের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট মেয়ে লালপেড়ে সাদা শাড়িতে সেজে খাটের ওপর দাঁড়িয়ে আছে। মেয়েটির যুবক বাবা একটা কালো প্যান্ট ও হালকা সবুজ গেঞ্জি পরে তার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে নাচছেন। ঋত্ত্বিক রোশন অভিনীত “ফিজা” ছবির গান ‘আজা মাহিয়া’ গানের সঙ্গে দুজনে নাচছেন। মেয়েটি খুব মজা পাচ্ছে এই নাচে। হয়ত খুবই সহজ স্টেপ ব্যবহার করা হয়েছে, কিন্তু তাতে মুহুর্তের সৌন্দর্য একটুও কমেনি।
কমেন্টবক্সে নেটিজেনরা বলছেন যে এই ভিডিওটি তাঁদের মন ভালো করে দিয়েছে। কেউ কেউ অনেকবার ভিডিওটি দেখেছেন বলে জানিয়েছেন। মহিলারা কেউ কেউ বলছেন এটা দেখে তাঁদের নিজের বাবার কথা মনে পড়ছে। পুরুষদের আবার মনে পড়ছে নিজের মেয়ের কথা। সবাই এটাই বলছেন যে পৃথিবীতে বাবা মেয়ের সম্পর্কের মত সুন্দর আর কিছুই হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।