আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি, ইসরাইলি সামরিক বাহিনী প্রত্যাহার এবং গাজায় ‘সম্পূর্ণ অবরোধ’ তুলে নেয়া ছাড়া কোনো শর্তে হামাস রাজি হবে না বলে জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক প্রধান।
শনিবার হামাস প্রধান ইসমাইল হানিয়েহ জানান, আগ্রাসন সম্পূর্ণ বন্ধ, গাজা থেকে দখলদার সেনা প্রত্যাহার এবং অন্যায় অবরোধ তুলে নেয়া ছাড়া তারা কোনো শর্তে রাজি হবেন না।
হানিয়াহ এক বিবৃতিতে বলেন, ইসরাইলকে অবশ্যই যেকোনো আসন্ন অদলবদল চুক্তিতে দীর্ঘ সাজা ভোগ করা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে।
হামাস নেতা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি না হওয়ার জন্য ইসরাইলকে দায়ী করেন।
বিবৃতিতে তিনি যা যা উল্লেখ করেন :
* আমরা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে অগ্রগতির অভাবের জন্য ইসরাইলকে দায়ী করি।
* আগ্রাসন সম্পূর্ণ বন্ধ, গাজা থেকে দখলদার সেনাবাহিনী প্রত্যাহার এবং অন্যায় অবরোধ তুলে নেয়ার চেয়ে কম কিছু আমরা মেনে নেব না।
* আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার জন্য আমরা মধ্যস্থতাকারীদের ইতিবাচক এবং দায়িত্বের সাথে সাড়া দিয়েছি।
* দখলদারিত্ব আমাদের জনগণের কাছে গুরুত্বপূর্ণ ইস্যুতে দেরি করে চলেছে, যখন এর অবস্থান প্রতিরোধের হাতে আটক বন্দীদের মুক্তির ওপর দৃষ্টি নিবদ্ধ করে।
* আমাদের লক্ষ্য হলো বন্দী বিনিময় চুক্তি অর্জন করা। এর মাধ্যমে আমাদের বন্দীদের, বিশেষ করে পুরানো এবং দীর্ঘ সাজা থাকাদের মুক্তি দেয়া।
* আমাদের প্রতিরক্ষাহীন জনগণের বিরুদ্ধে শত্রুদের পরিচালিত রক্তপাত বন্ধ করতে আমরা সকল উপায় ব্যবহার করব।
সূত্র : আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।