বরিশালে ৯৯৯’র কলে প্রাণে বেঁচে গেল মুখপোড়া হনুমান

হনুমান

জুমবাংলা ডেস্ক : বরিশাল নগরীর পথচারিদের ৯৯৯ জরুরি নাম্বারে কল দেওয়ার কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হওয়া বণ্য প্রাণি মুখপোড়া একটি পুরুষ হনুমান প্রাণে বেঁচে গেছে।

হনুমান

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর জামে কসাই মসজিদের বিপরীতে সড়কের উপর মুখপোড়া হনুমানটি বিদ্যুৎপৃষ্ট হয়ে সড়কের উপর কাতরাচ্ছিলো। এ সময় পথচারিরা পড়ে থাকা হনুমানটিকে প্রথমে বাঁচাবার জন্য ছালার চট এনে গায়ে জড়িয়ে দিয়ে শীত থেকে রক্ষা করে। এরপর ৯৯৯-এ কল দেয়।

এ সময় ঘটনাস্থলে ছুটে আসেন কোতয়ালী মডেল থানা পুলিশ তারা এসে কিছুই বুঝে উঠতে না পেরে এক পর্যায়ে তারা প্রাণিসম্পদ কার্যালয়ে কল দেয়।

এর আগে সংবাদ পেয়ে ছুটে আসে বরিশাল অ্যানিম্যাল কেয়ার টিম সদস্য সৈয়দ রিমেল। এ সময় রিমেল ব্লাডিং হওয়া হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলেন।

পরবর্তী সময়ে বরিশাল বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভ্রাম্যমাণ ভেটেরিনারি গাড়ি নিয়ে ছুটে আসে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বিশ্বাস।

এ সময় বিভিন্ন পথচারিদের সহায়তা হনুমানকে নিয়ন্ত্রণ করে গাড়িতে তুলে সদর উপজেলা পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

২০২৩ সালের আলোচিত স্মার্টফোন

এ ব্যাপারে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যলয়ে হনুমানকে চিকিৎসক ডা. সুব্রত সিকদার ও ইন্টার্ন চিকিৎসক অভিজিত মণ্ডল বলেন, ‘হনুমানটি সুস্থ হতে প্রায় ১ সপ্তাহ লাগবে। ততদিন আমাদের হেফাজতে ওর চিকিৎসা চলবে।’