হারের ক্ষোভে গাড়ি পোড়ালেন আর্জেন্টিনার সমর্থকেরা

হারের ক্ষোভে গাড়ি পোড়ালেন

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের অ্যাথলেটিকো আলদোসিভি গদয় ক্রুজের কাছে ২-০ গোলে হেরে যায়। এরপর আলদোসিভির সমর্থকেরা কি না তাদের প্রিয় ক্লাবটির খেলোয়াড় ও কোচিং স্টাফদের গাড়ি আগুনে পুড়িয়ে দিলেন!

হারের ক্ষোভে গাড়ি পোড়ালেন

তদন্তের সূত্র মারফত ‘ক্লারিন’ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী ‘বারা ব্রাভা’র যোগসূত্র রয়েছে। আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের উগ্র সমর্থকদের নিয়ে এই সংগঠন। পুলিশ থেকে প্রতিপক্ষ দলের সমর্থক-কাউকেই ছেড়ে কথা বলে না এই সমর্থকগোষ্ঠী।

সাম্প্রতিক সময়ে আলদোসিভির ম্যাচে গ্যালারিতেই বিভিন্ন কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন ক্লাবটির উগ্র সমর্থকেরা। শেষ চার ম্যাচের তিন হার-আলদোসিভির এমন পারফরম্যান্স মেনে নিতে পারেননি সেসব সমর্থকেরা।

আলদোসিভির পক্ষ থেকে সমর্থকদের এই কাজের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ক্লাবে সমর্থকদের হিংসাত্মক কাজ কোনোভাবেই অনুমোদন করে না আলদোসিভি। সহিংস কোনো কাজই সমাধান বয়ে আনে না। আমরা ক্লাবের প্রতি দায়বদ্ধতা, সম্মান ও ভালোবাসা বাড়ানোর কাজ করে যাব।’

আর্জেন্টাইন ফুটবলে ‘বারা ব্রাভা’ সমর্থকগোষ্ঠীর উৎপত্তি গত শতকের বিশের দশকে। তখন উগ্র সমর্থকেরা বিচ্ছিন্নভাবে নিজ নিজ পছন্দের দলের খেলে দেখতে যেতেন। ধীরে ধীরে তারা সংঘটিত হয়ে পঞ্চাশের দশকে বেশ শক্তিশালী হয়ে ওঠেন এবং সমগ্র লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়েন।

বিয়ে করার সঠিক বয়স কোনটি জেনে নিন

বিভিন্ন সমীক্ষায় জানা গেছে, পুরো পৃথিবীতে ফুটবলের সংঘবদ্ধ সমর্থকগোষ্ঠীদের মধ্যে আর্জেন্টিনার এই সমর্থকগোষ্ঠীই সবচেয়ে বিপজ্জনক। ২০১২ থেকে এখন পর্যন্ত সমর্থকদের সহিংস কর্মকাণ্ডে প্রায় ২০০ মৃত্যু দেখেছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল। ২০১৩ সাল থেকে আর্জেন্টিনার প্রথম বিভাগ ফুটবলে প্রতিপক্ষের মাঠে অন্য দলের ভক্তদের খেলা দেখতে যাওয়া নিষিদ্ধ।