স্পোর্টস ডেস্ক: ২০১১ বিশ্বকাপের ফাইনালে ৯১ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ জেতানো সেই ইনিংসটি সবারই মনে থাকার কথা। দীর্ঘ ২৮ বছর পর ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ে অনেকটাই কৃতিত্ব আছে ধোনির। তবে দলের বাকিদের অবদানও কোনো অংশে কম ছিল না।
একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে হরভজন বলেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে সবাই বলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে। কিন্তু ভারতের বেলায় বলা হয় ধোনি বিশ্বকাপ জিতেছিল। এটা কেন? বাকিরা বসে বসে কী করছিল! তারা নিশ্চয়ই লাচ্ছি খেতে যায়নি।’
ধোনি ভারতের অন্যতম সেরা অধিনায়কদের একজন ছিলেন। এতে কম-বেশি সবাই একমত। ২০১১ বিশ্বকাপে তার নেতৃত্ব ট্রফি জয়ে বড় অবদান রেখেছে এটাও অস্বীকার করার মতো না। কিন্তু একজন ক্রিকেটার একা একটা দলকে বিশ্বকাপ জেতাতে পারেন এটা মানতে নারাজ গৌতম গম্ভীরও।
২০১১ সালে বিশ্বকাপ জয়ে ধোনিকে বেশি কৃতিত্ব দেয়ায় কিছুদিন আগেই গম্ভীরও বিরক্তি প্রকাশ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বলেছিলেন, একটি দল যদি কোনো টুর্নামেন্ট জেতে, তাহলে সেই দলের কমপক্ষে সাত–আটজন খেলোয়াড়কে ভালো খেলতে হয়। ২০১১ বিশ্বকাপের ফাইনালে দারুণ এক ইনিংস খেলেছিলেন গম্ভীর। তার ৯৭ রানের সেই ইনিংসটি দলের জয়ে বড় অবদান রেখেছিল।
ক্রিকেটারদের চোখে চোখে রাখতে স্ত্রীদের সঙ্গে পাঠায় পাকিস্তান!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।