স্পোর্টস ডেস্ক : প্রথমে জানা গিয়েছিল গোড়ালিতে সামান্য চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, বড় কোনো চোট পাননি হার্দিক এবং দ্রুতই দলে ফিরবেন। কিন্তু এখন জানা যাচ্ছে, হার্দিকের চোট গুরুতর।
‘টাইমস অব ইন্ডিয়া’জানিয়েছে, হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাই গ্রুপ পর্যায়ে তো বটেই, বিশ্বকাপেই ভারতীয় এ অলরাউন্ডারকে আর না দেখা যাওয়ার শঙ্কা রয়েছে।
এখন বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানে তাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘নীতিন প্যাটেলের নেতৃত্বে একটি মেডিকেল টিম হার্দিক পান্ডিয়ার চোট খতিয়ে দেখছে। প্রথমে যেমন মনে হয়েছিল, তার চোটের অবস্থা এর চেয়ে গুরুতর। দেখে মনে হচ্ছে, তার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে।’
হার্দিকের চোট নিয়ে ভারতীয় বোর্ড তাড়াহুড়া করতে রাজি নয় বলেও জানিয়েছেন তিনি, ‘পুরো সুস্থ না হলে হার্দিককে জাতীয় একাডেমি থেকে ছাড়া হবে না। চিকিৎসকরা দ্রুত তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন।’
শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে চোটে পড়েন হার্দিক। নিজের বোলিংয়ে বাংলাদেশি ওপেনার লিটনের ড্রাইভ পা দিয়ে আটকাতে গিয়ে চোট পান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।