স্পোর্টস ডেস্ক: দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ২০১৯ সালের জুলাই মাসে শেষবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল। এরপর রীতিমতো অজেয় হয়ে উঠেছে তারা। টানা ৩০ ম্যাচে লিওনেল মেসিদের হারাতে পারেনি কেউ।
শনিবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। দলের হয়ে গোল পান নিকোলাই গাঞ্জালেস, আনহেল দি মারিয়া আর মেসি।
আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা লিওনেল স্কালোনির দল নিজেদের ছন্দটা ধরে রেখে বার্তা দিচ্ছে বড় কিছুর। আক্রমণ ভাগ তাদের বরাবরই ছিল শাণিত, এখন মাঝমাঠ আর রক্ষণেও এসেছে ভারসাম্য।
সব মিলিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারছে এই লাতিল পরাশক্তি। টানা অপরাজির থাকার রেকর্ড থেকে এখনো অবশ্য বেশ দূরে আর্জেন্টিনা। এখনো পর্যন্ত একটানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইতালির। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৭ ম্যাচ অপরাজিত ছিল তারা।
১৯৯৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে ১৯৯৩-৯৫ সময়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল ব্রাজিল। ২০০৭ থেকে ২০০৯ এই সময়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল স্পেন। ১৯৯১ থেকে ১৯৯৩- এই সময়টায় টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার নজির আছে আর্জেন্টিনারও।
মেসিদের সামনে সুযোগ আছে এই ছন্দ ধরে রেখে রেকর্ডটা উপরে তোলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।