বিখ্যাত হাঁড়িভাঙা আম বিক্রি শুরু, ১৫০ কোটি টাকা বিক্রির আশা

হাঁড়িভাঙা আম

জুমবাংলা ডেস্ক : রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম বিক্রি শুরু হচ্ছে আজ। কাকডাকা ভোর থেকেই আম পাড়া শুরু করেছে আমচাষিরা। চলতি মৌসুমে বাম্পার ফলন হওয়ায় খুশি তারা। চাহিদা ভালো থাকার পাশাপাশি ন্যায মূল্যে আম বিক্রি করতে পারবে বলে আশাবাদী চাষিরা।

হাঁড়িভাঙা আম

আমচাষিদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমের শুরুতে কয়েক দফা ঝড় ও শিলাবৃষ্টির পরেও বাম্পার ফলনের খুশি আমচাষিরা। প্রতিটি আমের ওজন ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত হয়েছে। বাজারে হাঁড়িভাঙা আমের চাহিদা ভালো থাকায় এ বছর প্রায় ১৫০ কোটি টাকার আম বিক্রি করতে পারবে বলে আশাবাদী কৃষি সম্প্রসারণ বিভাগ ও চাষিরা।

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের আমচাষি মোরসালিন ইসলাম বলেন, চলতি মৌসুমের শুরুর দিকে ঝড়বৃষ্টি হলেও আশানুরুপ ফলন হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আম চাষিরা আসছে। আশা করা যাচ্ছে এ বছর আমের ভালো দাম পাওয়া যাবে।

পদাগঞ্জ এলাকার বাসিন্দা আতাউর রহমান বলেন, ৩ একর জমি নিয়ে আমার আমের বাগান। গত বছর আমার বাগান থেকে প্রায় ৫ লাখ টাকার আম বিক্রি করি। তবে এ বছর আমের ভালো ফলন হয়েছে। তাছাড়া আমাদের এলাকার আমের চাহিদা বেড়েছে ব্যপক হারে। তাই মনে করি এ বছর ভালো ব্যবসা হবে।

আম কিনতে আসা পাইকার মনির হোসেন বলেন, হাঁড়িভাঙা আমের সুনাম সারা দেশে রয়েছে। তাছাড়া আমাদের এলাকায় এ আমের চাহিদা রয়েছে অনেক। তাই রংপুরের পদাগঞ্জ পাইকারি বাজারে আম কিনতে আসা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান বলেন, গত বছরের চেয়ে চলতি বছর ৬১৩ হেক্টর জমিতে কম আম চাষ হলেও ফলন ভালো হয়েছে। হেক্টর প্রতি ১২ থেকে ১৫ টন আম পাওয়া যাবে। এবার ১ হাজার ৮৮৭ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। গত বছর ২ হাজার ৫০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছিল।

সংবাদমাধ্যমের ওপর ক্ষেপলেন আনুশকা

তিনি আরও বলেন, জুনের মাঝামাঝি সময়ের আগে বাজারজাত না করায় আম পরিপক্ব হয়েছে। এতে আমের প্রকৃত স্বাদ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।