বিনোদন ডেস্ক: ২০২১ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেন হারনাজ কৌর সান্ধু। দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পান কোনও ভারতীয়। লাল রঙের পোশাকে হরনাজকে দেখে অবাক সকলেই। এই তিন মাসে বেশ অনেকটাই ওজন বাড়িয়ে ফেলেছেন তিনি।
হরনাজকে দেখে অবাক সকলেই। কী করে এতটা ওজন বাড়ালেন সুপার মডেল অভিনেতা? হরনাজ জানিয়েছিলেন যে, বিশ্বসুন্দরী প্রতিযোগিতার তিন আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।
গ্লুটেনে অ্যালার্জির কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই প্রথম তিনি জানতে পারেন যে তাঁর গ্লুটেনে অ্যালার্জি। এই কারণে মাঝে মাঝেই ওজন বেড়ে যায়।
উল্লেখ্য, ২০০০ সালে লরা দত্ত মিস ইউনিভার্স মনোনীত হওয়ার ২১ বছর পর প্রথম ভারতীয় হিসেবে হারনাজই বিশ্বসুন্দরী মনোনীত হলেন। সেরা তিনের লড়াইয়ে প্রতিযোগীদের প্রশ্ন করা হয়েছিল— নানামুখী চাপ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে তরুণীদের প্রতি আপনার পরামর্শ কী? এর জবাবে হারনাজ বলেন, বর্তমান সময়ে তরুণীদের ওপর সবচেয়ে বড় চাপ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। নিজের ওপর বিশ্বাস থাকলে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা যায়। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা যাবে না। তরুণীদের পরামর্শ দিয়ে হারনাজ বলেন, বেরিয়ে আসো, নিজের জন্য কথা বলো, কারণ তুমিই তোমার জীবনের নেতা। তুমিই তোমার কণ্ঠস্বর। আমি নিজেকে বিশ্বাস করি। আর এ কারণেই আজ আমি এখানে।
হারনাজের সঙ্গে সেরা তিনের লড়াইয়ে ছিল প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা সোয়ানে।
তাদের সবাইকে পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট উঠে হারনাজের মাথায়। গত বছর মিস ইউনিভার্স মুকুটজয়ী মেক্সিকোর অ্যান্দ্রে মেজা তার মাথায় পদক তুলে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।