জুমবাংলা ডেস্ক : কথায় বলে, সবকিছুরই একটা সীমা থাকা উচিত। সীমা অতিক্রম করতে গেলেই বাঁধে বিপত্তি। এই কথা এবার হাড়ে হাড়ে প্রমাণ পেলেন ভারতের খ্যাতিমান ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ইনস্টাগ্রাম লাইভে এসে হুট করে একটি প্রোমো ভিডিও দেখাতে গিয়ে বিপদে পড়েছেন হার্শা।
এমনকী তার অপহরণের খবরও রটে যায়। পরে টুইট করে সবাইকে আশ্বস্ত করেন হার্শা দম্পতি।
আইপিএল সংক্রান্ত ওই লাইভ অনুষ্ঠানে সঞ্চালক হার্শাকে প্রশ্ন করেন, এবার আইপিএল কে জিতবে? কোনো জবাব না দিয়ে হঠাৎ হার্শা স্ক্রিনের বাইরে চলে যান। এরপর তাকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘আপনারা কে? কী হয়েছে? আপনারা কোথা থেকে এসেছেন?’ এসময় সঞ্চালক বলেন, ‘ছোট্ট একটি অসুবিধা হয়েছে। আমরা দুঃখিত।’ সবাই যখন হার্শার আহরণের আশংকা করছে, তখনই সবাইকে জানানো হয় যে, ওই নাটকীয় ব্যাপারটা একটি প্রোমোর অংশ।
আইপিএল শুরু কাল, কলকাতার সম্ভাব্যে একাদশে থাকছেন কারা
এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হার্শার এমন কাণ্ড নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ব্যাপারটা এমন পর্যায়ে চলে যায় যে, হার্শার স্ত্রী অনিতা ভোগলে টুইটারে লিখেন, ‘ওটা একটা প্রোমো ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি ভাইরাল হয়ে গেছে। হার্শা ঠিকই আছে। সবাই অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ভালোবাসার এই প্রকাশের জন্য সবাইকে ধন্যবাদ।’
এরপর হার্শা নিজেও টুইট করেন, ‘আমি সুস্থ আছি। আপনাদেরকে উদ্বেগের মধ্যে ফেলে দেওয়ায় দুঃখ প্রকাশ করছি। অফুরন্ত ভালোবাসার জন্য ধন্যবাদ। যতটা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি ভাইরাল হয়ে গেছে। এটাও একটা শিক্ষা। প্রতিদিনই মানুষ শেখে। পুরো বিষয়টি অন্যরকম হওয়ার কথা ছিল। দুঃখিত। এখন বিষয়টি নিয়ে খুব বিব্রত বোধ করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।