হ্যাটট্রিকে মানের রেকর্ড

হ্যাটট্রিকে মানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল খেলছেন প্রায় ১০ বছর ধরে। সেনেগালের হয়ে দুর্দান্ত স্ট্রাইকার তিনি। তবে কখনো দেখা পাননি হ্যাটট্রিকের। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে সাদিও মানের। লিভারপুলের তারকা এই স্ট্রাইকার পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। জাতীয় দলের হয়ে তাতে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। সেনেগালের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মানে।

হ্যাটট্রিকে মানের রেকর্ড

আফ্রিগান নেশন্স কাপের বর্তমান শিরোপাধারী সেনেগাল। নতুন মৌসুমের শুরুতে বাছাইপর্বে বেনিনের বিরুদ্ধে সেনেগাল জিতেছে ৩-১ গোলে। সেনেগালের হয়ে তিন গোল করেছেন মানে। এই ম্যাচের আগে সেনেগালের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ২৯ গোল ছিল মানের।

১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত টেরাঙ্গা লায়নসের হয়ে ৯৯ ম্যাচে ২৯ গোল করেছিলেন উইগান অ্যাথলেটিকসের হেনরি কামারাও। ৮৯ ম্যাচে মানেরও গোল ছিল ২৯। কাল রাতে হ্যাটট্রিকের সুবাদে তা দাঁড়িয়েছে ৩২-এ।

ডাকারে অনুষ্ঠিত গ্রুপ এলের ম্যাচের ১২ মিনিটেই কামারাকে ছাড়িয়ে যান মানে। বেনিনের ডেভিড কিকির হাতে বল লাগায় পেনাল্টি পায় সেনেগাল। স্পট কিকে গোল করেন মানে। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানে। দ্বিতীয়ার্ধেও ৬০ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

১ উপজেলায় ১২ কোটি টাকার লিচু বিক্রি হবে

৫১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বেনিন। লাল কার্ড দেখেন আলমেইদা। ১০ জন নিয়েও ম্যাচের ৮৮ মিনিটে এক গোল শোধ করে বেনিন। গোলটি করেন জুনিয়র ওলাইতান।