হাঁটু ব্য..থা মনে করিয়ে দেয় আমি কেন অবসর নিয়েছি : সানিয়া

Sania

স্পোর্টস ডেস্ক : গত ১৫ নভেম্বর ৩৮ বছরে পা দিয়েছেন ভারতের টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা। যেই টেনিস দিয়ে গোটা বিশ্বে পরিচিতি পেয়েছেন সেই টেনিস থেকে বর্তমানে দূরে এই তারকা। কীভাবে কাটছে সময়? জন্মদিনে কি-ই-বা তার চাওয়া। সে সব জানিয়েছেন সানিয়া নিজেই।

Sania

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে ছেলে ইজহানকে নিয়ে দুবাইয়ে থাকছেন সানিয়া। বিচ্ছেদের পর প্রথম জন্মদিন সানিয়ার। অবশ্য জন্মদিনের কদিন আগেই দুবাই স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন ছয়বার গ্র্যান্ড স্ল্যাম ও মহিলা ডাবলসেও এক সময় নাম্বার ওয়ানে থাকা সানিয়া।

টেনিসকে বিদায় বলা ও বিচ্ছেদ পরবর্তী প্রথম জন্মদিন কীভাবে কাটছে তা জানিয়ে সানিয়া বলেন, ‘আমি শান্ত, নিরিবিলি জন্মদিন পছন্দ করি। আমার আর আমার মায়ের জন্মদিন একই দিনে। যখন ছোট ছিলাম দুজন মিলে একসঙ্গে অনেক কিছু করতাম। কিন্তু এই জন্মদিনে আমরা দুজন দুটো দেশে বসে। তাছাড়াও আমি আমার জন্মদিনে কাছের বন্ধু এবং পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসি। ছোটবেলায় বাইরে কাটাতাম এই দিনটা। কিন্তু এখন ঘরেই ভালো লাগে বেশি।’

টেনিস মিস করেন কিনা প্রশ্নে সানিয়া বলেন, ‘হ্যাঁ, সে আর বলতে! কিন্তু তারপরই আমার হাঁটু ব্যথা মনে করিয়ে দেয় আমি কেন অবসর নিয়েছি। কেন খেলা বন্ধ করেছি। তবে আমি খেলার জগতের সঙ্গে আজও ভীষণ ভাবে যুক্ত আছি। আমার সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে প্রায়ই দেখা করি। তাছাড়া মাতৃত্বকে দারুণ উপভোগ করছি। ইজহানকে যতটা পারছি সময় দিচ্ছি এখন।’

উল্লুতে আসলো নতুন ওয়েব সিরিজ যা আপনার রাতের ঘুম উড়িয়ে, একা দেখুন

এবারের জন্মদিনে সানিয়ার চাওয়া কী, সে সম্পর্কে সানিয়া বলেন, ‘আমি শান্তি এবং খুশি চাই আমার আশেপাশে, গোটা বিশ্বে। এটাই। ঈশ্বরের আশীর্বাদে আমি না চাইতে অনেক কিছুই পেয়েছি। কিন্তু এখন বিশ্বে যেভাবে অশান্ত ছড়াচ্ছে সেখানে দাঁড়িয়ে আমি শান্তি চাই। আশা করব সব সমস্যা আমরা নিজেরাই দ্রুত সামলে উঠতে পারব।’