স্পোর্টস ডেস্ক: টাইগার অধিনায়ক তামিম ইকবাল বেশ কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে খেলতে পারেননি। তাকে ছাড়াই রেকর্ড জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেই চোট থেকে সেরে উঠলেও একই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ফের পুরনো ব্যথা মাথাচাড়া দেয়।
তাই আবারও সংশয় তৈরি হয়েছে, নিজ শহর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজে তামিম কি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে পারবেন? তামিম ইকবাল অবশ্য অনুশীলন করে যাচ্ছেন। তবে তিনি ম্যাচ খেলার মতো ফিট কি না, সে বিষয়ে স্পষ্ট করে কেউ বলতে পারছে না। আজ সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হেড কোচ চন্দিকা হাতুরাসিংহের কাছেও এই প্রশ্ন ছুড়ে দেওয়া হলো।
জবাবে হাতুরাসিংহে বলেন, ‘তামিম গত দুই দিন দলের সঙ্গে অনুশীলন করছে। এখন পর্যন্ত সে ভালোই আছে। আমরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তার শারীরিক অবস্থার উন্নতি খুব ভালোভাবে নজরে রাখা হচ্ছে। ট্রেনিং সেশনের পর তামিমের অবস্থা কী দাঁড়ায়, সেটাও খুঁটিয়ে দেখা হচ্ছে।’
তার মানে, তামিমের ব্যাপারে হাতুরাসিংহেও নিশ্চয়তা দিতে পারলেন না। যদি শেষ পর্যন্ত তামিম ইকবাল না খেলেন, তাহলে আফগান সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? এই ফরম্যাটে তো কোনো সহ-অধিনায়কও নেই। এমন প্রশ্নে মোটেও চিন্তিত মনে হলো না হাতুরাকে।
তিনি বলেন, ‘এটা আসলে নির্বাচকদের জন্য খুব ভালো প্রশ্ন হতে পারে। তবে দলে বেশ কয়েকজন নেতা আছে, যারা আগে অধিনায়কত্ব করেছে। সাম্প্রতিক সময় সাকিবের বদলে টেস্টে লিটন দাস অধিনায়কত্ব করেছে। অতীতে তামিম, সাকিব ও মুশফিক সবার অধিনায়কত্ব করার রেকর্ড আছে। কাজেই আমাদের নেতৃত্বে ঘাটতি নেই। অনেক নেতা আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।