জুমবাংলা ডেস্ক : অবশেষে নেত্রকোনার হাওরাঞ্চলে বৃষ্টির হয়েছে। তীব্র গরমে জেলার খালিয়াজুরীতে হঠাৎ বৃষ্টির দেখা মেলায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি। যদিও বা বেশিক্ষণ থাকেনি এমন আশীর্বাদ স্বরূপ বৃষ্টি। তারপরও ২৩ মিনিটের বৃষ্টিতেই আনন্দিত উপজেলাবাসী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৮ মিনিট পর্যন্ত এই বৃষ্টি স্থায়ী হয়।
এদিকে, খালিয়াজুরীর পাশের উপজেলা মদনেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কিন্তু তাপ কমেনি গরমের।
অনেকে বলছেন, এই বৃষ্টিতে কিছুটা স্বস্তিবোধ হলেও গরমের কোনো পরিবর্তন হয়নি। তারপরও এই অল্প সময়ের বৃষ্টির দেখা পেয়েই আনন্দিত কৃষকসহ স্থানীয় মানুষ।
এদিকে, ইতোমধ্যেই খালিয়াজুরী উপজেলার ধান কাটা শেষ হয়ে গেছে। যে টুকু সামান্য রয়েছে আগামী দুই-চারদিনের শেষ হবে বলে জানান কৃষকরা।
খালিয়াজুরী উপজেলা সদরের সাব্বির আহমেদ জানান, এই বৃষ্টিটা দেখেই এক রকম প্রশান্তি অনুভূতি হয়েছে। কিন্তু গরমের কোনো পরিবর্তন হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।