স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের ময়দান ভারতের ক্রিকেটকে অনেক দিয়েছে। মুম্বাইয়ের আজাদ ময়দানে খেলেই বহু ক্রিকেটার জাতীয় দলে পা রেখেছেন, সর্বশেষ উদাহরণ যশস্বী জয়সওয়াল। আজাদ ময়দানের মতো অত বিখ্যাত না হলেও পাশের ক্রস ময়দানও ক্রিকেটপ্রেমীদের প্রিয় জায়গা।
সেখানে ক্রিকেট খেলতে গিয়ে ৬ লাখ ৭২ হাজার রূপি খুইয়েছেন এক চার্টার্ড অ্যাকাউন্ট। বাংলাদেশি মূল্যমানে যা ৮ লাখ ৮৩ হাজার টাকা।
ক্রস ময়দানে ক্রিকেট খেলতে গিয়ে নিজের সঙ্গে থাকা জিনিসগুলো এক পাশে রেখেছিলেন ২৮ বছর বয়সী ওই ব্যক্তি। সেখানে তাঁর ক্রেডিট ও ডেবিট কার্ডও ছিল। গত ৩০ মার্চের এই ঘটনায় আজাদ ময়দান পুলিশ স্টেশনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে বিবেক দেব ক্রস ময়দানে ক্রিকেট খেলতে গিয়ে নিজের মানিব্যাগ ও মোবাইল একটি ব্যাগে রাখেন। ফিরে এসেও কিছু টের পাননি। পরে ট্রেনে করে বাসায় যাওয়ার পথে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন দেখেন। সেখানে লেখা তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ রুপি তোলা হয়েছে। এবং ক্রেডিট কার্ড দিয়ে ৫ লাখ রূপির পণ্য কেনা হয়েছে।
জানা গেছে, বিবেক দেব তিন ঘণ্টা মাঠে ছিলেন। ঐ সময়ে কেউ একজন তাঁর ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে প্রথমে এটিএম বুথ থেকে টাকা তুলেছেন। এরপর চারটি ভিন্ন জুয়েলারি দোকানে গিয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন।
দেব এর মধ্যে এক দোকানে যোগাযোগ করলে দোকানের মালিক তাঁকে ক্রেডিট কার্ড চুরি করা ব্যক্তির সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে। অভিযুক্তকে খোঁজার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।