সে স্বপ্নে আমার রান্না খায় : পরীমণি

পরীমণি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে দিলেন রহস্যময় এক স্ট্যাটাস।

পরীমণি

শনিবার (১ জুন) তার ফেসবুক আইডিতে পরীমণি লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়।’

নির্মাতা বুলবুল বিশ্বাস সেই পোস্টে মজার ছলে কমেন্ট করেছেন, ‘স্বপ্নে পাওয়া শুনছিলাম, এবার হল স্বপ্নে খাওয়া। উইকিপিডিয়াতে কি পাওয়া যাবে এই স্বপ্নে খাওয়ার ফর্মুলা? ’

অভিনেতা শিমুল খান লিখেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)।’ প্রতি উত্তরে পরী বলেছেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজ এর চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নিমকহারাম!’

তানিয়া পারভীন নামের আরেকজন লিখেছেন, ‘হাজার হলেও স্বপ্ন। আর স্বপ্নে খাবে তো যার তার ঘরে খাবে কেনো, পরীর ঘরেই খেয়েছে।’

উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত।

দুর্নীতি মামলা নিয়ে যা বললেন ঋতুপর্ণা

কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমণি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরীমণি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন, এছাড়াও তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০ জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন।