জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাম্পগুলোতে হেলমেট না থাকলে মিলবে না কোনো তেল। সড়কে নিরাপত্তার কথা চিন্তা করে বৃহস্পতিবার (১৬ মে) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার প্রতিটি পাম্পে হেলমেট না থাকলে তেল দেওয়া হবে না সংবলিত ব্যানার ঝুলিয়েছে থানা পুলিশ। সেই প্রেক্ষিতে হেলমেটবিহীন তেল দেওয়া হচ্ছে না পাম্পগুলোতে।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান বলেন, দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের নির্দেশে প্রতিটি তেল পাম্পের মালিকদের হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে তেল বিক্রি না করার অনুরোধ জানানো হয়েছে। এতে সাময়িক অসুবিধা হবে মালিকদের। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাধারণ মানুষদের আরও সচেতন ও পুলিশকে সহযোগিতা করার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন, অনেকে গুরুতর আহত হচ্ছেন। তাই সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল আরোহীদের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশের এই বিশেষ উদ্যোগ। উপজেলায় অবস্থিত প্রতিটি তেল পাম্পের মালিকদের চিঠি দেওয়া হয়েছে।
বৈধ কাগজপত্র যাচাই করার জন্য পুলিশ কাজ করছে। এই উপজেলাতে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার না করার প্রবণতা রয়েছে। বিশেষ করে তরুণেরা হেলমেট ব্যবহার করেন না। তাদের সচেতন করতেই পুলিশের এই পদক্ষেপ। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় ও এসআই অসীম কুমার মোদক।
ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটির সভাপতি ও ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল মো. আনিসুর রহমান বলেন, তরুণদের মধ্যে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা দেখা যাচ্ছে। সড়কগুলোতে সব বয়সী মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার করতে দেখা যায় না। এই উদ্যোগের ফলে মানুষ তার নিজের নিরাপত্তা নিয়ে সচেতন হবে। আমাদের উচিত পুলিশকে সহায়তা করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।