এবার যে ৩ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

ভারি বৃষ্টির পূর্বাভাস

জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় থাকায় বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে।

ভারি বৃষ্টির পূর্বাভাস

আজ মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পুর্বাভাসে এ কথা জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

আজ হতাশ করলেন অধিনায়ক সাকিব আল হাসানও

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সৈয়দপুরে ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দিনাজপুরে ৫৮, রংপুরে ৫১, সিলেটে ৪৬ ও নিকলিতে ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র : বাসস