স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার টি-২০ সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে সোমবার মাগুরা গিয়েছিলেন টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার দুই ঘণ্টার সফরে সঙ্গী ছিলেন পেসার তাসকিন আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
এদিন দুপুর ১টার দিকে সাকিব হেলিকপ্টারে এসে মাগুরা পুলিশ লাইন মাঠে নামেন। এরপর গাড়িতে করে শহরের সৈয়দ আতর আলী রোডের সাব রেজিস্ট্রারের অফিসে যান। সেখানে আধা ঘন্টা কাজ শেষে তার জন্ম স্থান মাগুরা শহরের কেশব মোড়ের পৈত্রিক বাড়িতে যান।
পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বেলা তিনটার দিকে হেলিকপ্টারে করে ঢাকা ফেরেন তারা। সাকিব কী কাজে মাগুরা এসেছিলেন তা জানাননি।
তার বাবা মাশরুর রেজা জানান, তার এবং সাকিবের নামে মাগুরা শহরের ভায়না এলাকায় একটি জমি ছিল। যেটি বিক্রি করেছেন। ওই জমি রেজিস্ট্রি করতে অল্প সময়ের জন্য মাগুরা গিয়েছিলেন তিনি। সাকিবের বাবা জানান, ক্রিকেটার তাসকিন ও সোহান মাগুরা ঘুরতে এসেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।