স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়টা যেন এখনও স্বপ্নের মতো স্পেন নারী ফুটবলারদের কাছে। কখনও বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনালে উঠতে না পারা দলটা এবার সরাসরি বিশ্বকাপের চ্যাম্পিয়ন! এমন আনন্দের উপলক্ষ তো খুব কমই আসে। তাই বিশ্বকাপ জেতার পর সেটা নিয়ে স্প্যানিশ নারী ফুটবলারদের উদযাপন এখনও চলমান।
এক বছর আগে কাতার বিশ্বকাপ জয়ের পরেও ব্যাপক উদযাপন করেছিল আর্জেন্টিনা। প্রেক্ষাপট ভিন্ন হলেও দুই দলের কাছেই তাদের এই বিশ্বকাপ জয় বেশ তাৎপর্যপূর্ণ। আর্জেন্টিনার বিশ্বকাপ জিতেছিল ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর স্পেনের কাছে লড়াইটা ছিল বিশ্ব ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করার। তাই এক বিন্দুতে দুই দলের কিছুটা মিল তো রয়েছেই।
উদযাপনেও মিল রেখেছেন স্প্যানিশ মিডফিল্ডার হেনিফার হারমোসো। বিশ্বকাপ জয়ের পর সেটি নিয়ে ঘুমানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন মেসি। এবার একই পথে হাঁটলেন হারমোসো।
ছবি দেখে তাদের আবেগটা অনুমান করা মোটামুটি সহজ। দুজনের কাছেই ব্যাপারটা একই, অনেকটা আবেগ আর অনেক সাধের বিশ্বকাপকে এক মুহূর্তের জন্যও হাতছাড়া করতে চান না মেসি এবং হারমোসো। সামাজিক যোগাযোগমাধ্যমে হারমোসোর এই ছবি বেশ ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য আরও একটা কারণে ভাইরাল হারমোসো। বিশ্বকাপজয়ী এই তারকাকে পুরষ্কার বিতরণী মঞ্চে ঠোঁটে চুমু খেয়েছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে বেশ।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিষয়টি ‘ভালো লাগেনি’ বলে মন্তব্য করলেও পরে অবশ্য এটিকে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছেন হারমোসো। রুবিয়ালেসও এ ধরনের মন্তব্যে খুব বিরক্ত হয়েছেন। স্নেহপূর্ণ এই আচরণ নিয়ে যারা মন্তব্য করছেন, তাদের ‘ইডিয়ট’ বলে সম্বোধন করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।