হিরো আলমের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান আরাফাতের

আরাফাত

জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে হামলার শিকার হয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

আরাফাত

সোমবার ভোটগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান তিনি।

হিরো আলমকে মারধরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আরাফাত বলেন, ‘আমি শুনেছি একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। যারা হামলা করেছেন, তারা নির্বাচনটিকে বিতর্কিত করার অপচেষ্টা করেছে বলে আমার মনে হয়। এ ঘটনার আমি নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘আমি চাই নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাংলাদেশের নির্বাচনে আর না ঘটে।’

ঢাকা-১৭ উপ-নির্বাচন জয়ের পথে আরাফাত

এর আগে, বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী এলাকায় নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।