পাগল ও অশিক্ষিত বলায় অভিযোগ নিয়ে ডিবিতে হিরো আলম

হিরো আলম

জুমবাংলা ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম।

হিরো আলম

রোববার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান।

এ সময় হিরো আলম গণমাধ্যমকে বলেন, রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন?

তিনি আরও বলেন, আমি কখনও বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলিনি। তারা কেন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতেই আমি ডিবি কার্যালয়ে এসেছি।

এর আগে, সম্প্রতি বিএনপির এক পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধ পাগল’ ও ‘অশিক্ষিত’ হিসেবে অভিহিত করেন।

সংকট দেখিয়ে ডেঙ্গু রোগীর ১০০ টাকার স্যালাইন ৫০০ পর্যন্ত বিক্রি

রিজভীরে এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম। তিনি বলেন, আমাকে অশিক্ষিত বলে আপনার নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনাদের দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া কিন্তু এইট পাশ ছিলেন। তিনি এইট পাশ ছিলেন, আমি সেভেন পাশ। এক ক্লাশ নিচে।