জুমবাংলা ডেস্ক : সাত শিক্ষক-কর্মচারীর করা এমপিওভুক্তির আবেদন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর টেকনিকেল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে কর্মরত এই সাত জন।
মঙ্গলবার (২২ আগস্ট) এ সংক্রান্ত বিষয়ে করা এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) ৫ জনকে বিবাদী করে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।