স্পোর্টস ডেস্ক : সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি দারুণ কেটেছে বাংলাদেশের। প্রথম দিনে খেলা হয়েছে ৭৯ ওভার। প্রথম দিন ১১ ওভার কম খেলা হয়েছে। তবুও বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬২ রান, ওভারপ্রতি ৪.৫৮ তুলেছে টাইগার বাহিনী। টেস্ট ক্রিকেটের প্রথম দিন এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সর্বোচ্চ ৪ উইকেটে ৩৭৪ আসে চট্টগ্রামে, শ্রীলঙ্কার বিপক্ষে। আর মিরপুরে প্রথম দিন দলীয় সর্বোচ্চ স্কোর। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৬১ রান এত দিন ছিল সবার ওপরে।
শান্তর শতক, জয়ের ফিফটির পর শেষ বিকেলে মুশফিক-মিরাজের দারুণ জুটিতে ম্যাচের নাটাই নিজেদের হাতে রেখে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। মুশফিক ৪১ ও মিরাজ ৪৩ রানে অপরাজিত আছেন। প্রথম দুই সেশনে একটি করে উইকেট হারালেও একমাত্র তৃতীয় সেশনে বাংলাদেশ ৩ উইকেট হারায়। শান্ত সর্বোচ্চ ১৪৩ রানের ইনিংস খেলেন। ৭৬ রান করে সাজঘরে ফেরেন জয়। মুমিনুল ১৫ রান করলেও লিটন পেরোতে পারেননি দুই অঙ্কের ঘর (৯)।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জাকির হোসেনকে হারিয়ে বড় একটা ধাক্কাও খায় টাইগাররা। দ্বিতীয় উইকেটে শান্ত আর জয় মিলে সেই ধাক্কা সামলে উঠে পাল্টা আক্রমণ করে আফগান বোলারদের। শান্তর ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে সঙ্গ দেওয়া জয়ের ধীরস্থির টেস্ট ব্যাটিং যেন দিশেহারা করে তোলে আফগান বোলারদের। শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি আর জয়ও তুলে নেয় ফিফটি।
এরপর দলীয় ২১৮ রানে ১৩৭ বলে ৭৬ রান করে আউট হন জয়। তার বিদায়ের পর ক্রিজে এসে মুমিনুল হক। তবে সুবিধা করতে পারেননি তিনি। ২৫ বলে মাত্র ১৫ রান করে ফিরে যান সাজঘরে। এরপর ক্রিজে আসা মুশফিককে সঙ্গে নিয়ে খেলতে থাকেন শতক হাঁকানো শান্ত। তবে ১৫০ রান থেকে ৪ রান দূরে থাকতে কাটা পড়েন এই ব্যাটার। দলীয় ২৭১ রানে ১৭৫ বলে ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান শান্ত। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ২৯০ রানে ১৫ বলে মাত্র ৯ রান করে ফিরে যান সাজঘরে। লিটনের উইকেট তুলে ম্যাচে ফিরে আফগানরা।
এরপর ক্রিজে আসা মেহেদি মিরাজকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুশফিকুর রহিম। আফগান বোলারদের আর কোন সুযোগ না দিয়ে মিরাজকে সঙ্গে নিয়ে সাবলীলভাবে ব্যাট করতে থাকেন মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দিন শেষ করেন এই দুই ব্যাটার। মুশফিক ৬৯ বলে ৪১ ও মিরাজ ৬৬ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন। আফগানিস্তানের পক্ষে নিজাত মাসুদ নেন ২টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯ ওভারে ৩৬২/৫ (জয় ৭৬, জাকির ১, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, মুশফিক ৪১*, লিটন ৯*, মিরাজ ৪৩*; ইয়ামিন ৭-১-৩২-০, মাসুদ ১৩-২-৬৭-২, করিম ১০-৩-৩২-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।