জুমবাংলা ডেস্ক : বিশ্বে হিজাব ব্যবহারকারী মুসলিম নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। বাংলাদেশেও হিজাবি মেয়েদের সংখ্যা নেহাত কম নয়। হিজাব পরার কারণে দীর্ঘ সময় চুল ঢাকা থাকার ফলে সূর্যের আলো, ধুলাময়লা বা অন্যান্য দূষণ থেকে রক্ষা পাওয়া গেলেও খুশকি, চুল পড়া, হেয়ার ড্যামেজ, ব্রেকেজের মতো ঝামেলা থেকে কিন্তু মোটেও রক্ষা পাওয়া যায় না।
হিজাব পরিহিত মেয়েদের চুলে ও মাথার ত্বকে সমস্যার মূল কারণ হচ্ছে, মাথায় ঠিকমতো বাতাস প্রবেশ না করার ফলে ত্বক ঘেমে যায়। ঘাম আর মাথার ত্বকে সৃষ্টি প্রাকৃতিকভাবে নিঃসৃত তেল মিলেমিশে চুলকানি, র্যাশ, খুশকি মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ জন্য হিজাবি মেয়েদের চুলের বিশেষ যত্নআত্তি দরকার।
১। সবসময় হিজাব পরার আগে অবশ্যই পানি বা ঘামে ভেজা চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে। গোসলের পর পরই চুল না শুকিয়ে কখনো হিজাব পরে ফেলবেন না। এবং গরমে বাইরে থেকে ফিরেই হিজাব খুলে ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিবেন। না হলে চুলে দুর্গন্ধ, খুশকি, এমনকি উকুনও হতে পারে।
২। হিজাব পরার সময় অনেকেই চুল খোঁপা করেন। এতে সমস্যা হচ্ছে দীর্ঘসময় খোঁপা করে থাকার জন্য ওই স্থানটি ঘেমে যায়। ফলে দেখা দেয় চুলকানি ও র্যাশ। এ জন্য মাঝেমধ্যে লম্বা চুল বেণি, পনিটেইল করতে পারেন।
৩। হিজাব পরার আগে চুল খুব হালকা করে বেঁধে নেওয়া উচিত। বেশি শক্ত করে চুল বাঁধলে চুলের গোড়া নরম হয়ে যেতে পারে। এতে চুল পড়া সমস্যা বাড়ে। প্রয়োজনে চুল বাঁধতে স্ক্রাঞ্চি ব্যবহার করুন।
৪। হিজাবের নিচে ক্যাপ পরলে অবশ্যই সেটি পরিষ্কার না করে পরের দিন পরবেন না। একই হিজাব দুদিনের বেশি অপরিষ্কার অবস্থায় পরা উচিত নয়। না হলে মাথার ত্বকের ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ হতে পারে। এ ছাড়া সুতি, সিল্ক, সাটিন, জর্জেটের হিজাব পরবেন। কারণ হিজাবের কাপড় ভালো না হলে চুল পড়তে পারে।
৫। চুলের ধরন অনুযায়ী উপযুক্ত প্রসাধনী ব্যবহার করবেন। চুলের স্বাস্থ্য ভালো রাখতে শ্যাম্পু, কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করতেই হবে। অ্যান্টিড্যানড্রাফ টেকনোলজি সমৃদ্ধ খুশকি দূর করে এমন শ্যাম্পু ব্যবহার করুন।
৬। সপ্তাহে দুদিন হেয়ার প্যাক ব্যবহার করবেন চুলে। এক্ষেত্রে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভালো। মেথি, কলা ও ডিমের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল যেমন সুন্দর থাকবে তেমনই নতুন চুলও দ্রুত গজাবে।
‘একটি পয়সাও দেব না’, সোনাক্ষীকে সম্পত্তি থেকে বঞ্চিত করলেন তাঁর বাবা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।