বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আল্ট্রা প্রিমিয়াম এলইডি টিভি আনল স্যামসাং। এই টেলিভিশন আর পাঁচটা স্মার্ট টিভির থেকে একেবারে আলাদা। সংস্থার দাবি অত্যাধুনিক প্রযুক্তির এই স্মার্ট টিভি টেলিভিশন বাজারে বিপ্লব আনবে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের এই স্মার্ট টিভির ডিসপ্লে ১১০ ইঞ্চির। এতে আল্ট্রা এলইডি ডিসপ্লে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।
স্বচ্ছ রংয়ের এক দুর্দান্ত উপস্থাপন প্রকাশ পায় এই টিভিতে। যার ফলে যিনি দেখছেন তার চোখে এটি টিভি কম মনে হবে কোনও আধুনিক সিনেমা হল।
স্যামসাংয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই আল্ট্রা প্রিমিয়াম এলইডি টিভির দাম ভারতে সোয়া লাখ রুপির কাছাকাছি। দা
এই টেলিভিশনে রয়েছে রংয়ের দারুণ উপস্থাপনা। চমৎকার ব্রাইটনেসের সঙ্গে এতে রয়েছে মাইক্রো এলইডি (স্যাফায়ার গ্লাস দিয়ে তৈরি) মাইক্রো কন্ট্রাস্ট, মাইক্রো কালার, মাইক্রো এইচডিআর এবং মাইক্রো এআই প্রসেসর। যা ছবির গুণমান সর্বোত্তম রাখতে সাহায্য করে।
চোখের পাশাপাশি কানেও মধুর অভিজ্ঞতা দিতে রয়েছে থ্রিডি সাউন্ড সিস্টেম। মনোরঞ্জন বাড়াতে এতে রয়েছে ওটিএস প্রো, ডলবি অ্যাটমস এবং কিউ-সিম্ফনি এর সুবিধা। লাইভ স্পোর্টস থেকে শুরু করে সিনেমা সবকিছুই দেখা যাবে দুর্দান্ত স্ক্রিন কোয়ালিটিতে।
ফোরকে রেজোলিউশন স্ক্রিন রয়েছে এই টিভিতে। এখানেই শেষ নয় টিভির রিমোটেও আধুনিকতার ছোঁয়া রেখেছে স্যামসাং। সোলারসেল দিয়ে বানানো এই রিমোটে নেই কোনও ব্যাটারি। তাহলে চার্জ হবে কী ভাবে? এটি চার্জ হবে ইন্ডোর লাইটিংয়ের মাধ্যমে।
ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২২ হাজার ১০১ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
এই টিভিতে রয়েছে বিশেষ আর্ট মোড এবং অ্যামবিয়েন্ট মোড ফিচার। যা টিভিটিকে একটি আর্ট ওয়াল হিসাবে ব্যবহার করতে পারবেন। গেমারদের জন্যও এতে রয়েছে গেম খেলার সুবিধা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।