র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ফারজানা-নাহিদার ইতিহাস

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের পাতায় আগেই নাম তুলেছেন ফারজানা হক। মেয়েদের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি পাওয়ার কীর্তি বলে কথা! এবার এই ব্যাটার গড়লেন আরেকটি ইতিহাস। সেটা আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। শুধু ফারজানা একা নন, বোলারদের র‌্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস লিখেছেন নাহিদা আক্তারও।

এই তো কয়েকদিন আগের কথা। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৭ রানের অসাধারণ ইনিংস খেললেন ফারজানা। এটাই মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে প্রথম সেঞ্চুরির ঘটনা। ওই কীর্তির পর এবার র‌্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস তার। ক্যারিয়ারের প্রথম শতকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন ফারজানা। তাতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন এই ওপেনার।

আইসিসির নতুন র‌্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে রয়েছেন ফারজানা। ক্যারিয়ার সর্বোচ্চ ৫৬৫ রেটিং পয়েন্ট তার। এখানেও ফারজানার ইতিহাস। তার চেয়ে বেশি রেটিং পয়েন্ট পাননি আর কোনও বাংলাদেশি ব্যাটার।

ফারজানার আগে শীর্ষ ২০-এ বাংলাদেশের কোনও প্রতিনিধি ছিল না। তার আগে ব্যাটিংয়ে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে ছিলেন রুমানা আহমেদ। ২০১৭ সালে এই ব্যাটার উঠেছিলেন ২৫ নম্বরে।

ভারত সিরিজে ব্যাট হাতে ফারজানা যেমন চমক দেখিয়েছেন, তেমনি বল হাতে আলো ছড়িয়েছেন নাহিদা। এই স্পিনারও র‌্যাঙ্কিংয়ে ইতিহাস লিখেছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং এখন তার। পাঁচ ধাপ এগিয়ে বাঁহাতি স্পিনার আছেন ১৯ নম্বরে। নাহিদার আগে সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল সালমা খাতুনের। গত বছরের ডিসেম্বরে তিনি ২০ নম্বরে উঠেছিলেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে চমক আছে আরও। নতুন র‌্যাঙ্কিংয়ে মেয়েদের ক্রিকেট পেয়েছে নতুন নাম্বার ওয়ান। এক নম্বরে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট। অস্ট্রেলিয়ার বেথ মুনিকে পেছনে ফেলে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের চূড়ায় বসেছেন এই ইংলিশ অলরাউন্ডার।