হবিগঞ্জে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন রাহেলা

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জে নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ ছেলে সন্তান জন্ম দিয়েছেন রাহেলা আক্তার নামের এক গৃহবধূ। রোববার (৭ মে) দিবাগত রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তানদের জন্ম দেন তিনি।

একসঙ্গে ৩ বাচ্চা

রাহেলা আক্তার জেলার বাহুবল উপজেলার করিমপুর গ্রামের মো. আরশ আলীর স্ত্রী ।

পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগমের তত্ত্বাবধায়েনে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাহেলা আক্তারের আগে তিনটি মেয়ে সন্তান রয়েছে। এটি তার চতুর্থ স্বাভাবিক ডেলিভারি।

সোমবার (৮ মে) সকালে পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম বলেন, গতকাল সন্ধ্যায় রাহেলা আক্তার প্রসব ব্যাথা নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি হন। রাত ১০টার দিকে স্বাভাবিকভাবে প্রথম একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এর কয়েক মিনিটের ব্যবধানে একে একে আরও দুটি সন্তান প্রসব করেন তিনি। ওই দুটি নবজাতকও ছেলে।

আপনার এই তারিখে জন্ম হলে হতে পারেন কোটিপতি

তিনি আরও বলেন, দুই নবজাতকের ওজন আড়াই কেজি। অপর নবজাতকের ওজন দুই কেজি। তুলনামূলক কম ওজনের নবজাতককে মায়ের ত্বকের সঙ্গে সংযুক্ত করে কেঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সেবা দেওয়া হচ্ছে।