বিনোদন ডেস্ক : সকাল থেকে কপূর বাড়িতে সাজ-সাজ রব। একের পর এক গাড়ি এসে দাঁড়াচ্ছে বাড়ির সামনে। উপস্থিত হচ্ছেন অতিথিরা। সৌজন্যে আলিয়া ভট্টর সাধ। মা হতে চলেছেন আলিয়া।
এই আনন্দেই সরগরম আলিয়া এবং রণবীর কপূরের পরিবার। নায়িকাকে সদ্য সাধ খাওয়ালেন মা সোনি রাজদান এবং শাশুড়ি মা নীতু কপূর। এই বিশেষ দিনে অতিথিরাও আলিয়াকে ভরিয়ে দিয়েছেন উপহারে।
আলিয়ার জন্য বিশেষ উপহার পাঠালেন মাধুরী দীক্ষিত। এই মুহূর্তে একটি নাচের রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে রয়েছেন মাধুরী। সেই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হয়ে এসেছিলেন নীতু কপূর। মঞ্চেই মাধুরী নীতুকে বলেন, “আমি হবু মা-বাবা আলিয়া এবং রণবীরের জন্য একটি বিশেষ উপহার এনেছি।” কী সেই উপহার। অভিনেত্রীর হাতে উপহারস্বরূপ একটি গোপালের মূর্তি তুলে দেন মাধুরী। তা পেয়ে খুবই খুশি হবু ঠাকুমাও। ধন্যবাদ জানাতেও ভোলেননি নীতু।
বৃহস্পতিবার, উজ্জ্বল হলুদ ঘেরওয়ালা কামিজে আলিয়া আর হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে ধরা দেন রণবীর কপূর। হবু মা-বাবার বিশেষ মুহূর্তের ছবি এই মুহূর্তে ভাইরাল। ছোটবেলার বান্ধবী থেকে শুরু করে বোন শাহীন ভট্ট— উপস্থিত হয়েছিলেন সবাই। এখন শুধুই আসল দিনের অপেক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।