অনারের স্মার্টফোনে ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়

Honor Magic6 Pro

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে অনারের ম্যাজিক ভি২ স্মার্টফোনে মিলছে ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। বিজয়ের মাস ডিসেম্বর জুড়েই বহাল থাকবে এই অফার। সম্প্রতি অনারের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি’তে জানানো হয়েছে যে, বিজয়ের মাস উপলক্ষ্যে তাঁদের বেশ কয়েকটি স্মার্টফোনে মিলছে বিশেষ মূল্যছাড়। চলুন তাহলে কোন মডেলে কতটা মূল্যছাড় অফার করছে অনার সেটাই দেখে নেওয়া যাক।

Honor Magic6 Pro

অনার ম্যাজিক ভি২
অনারের ম্যাজিক ভি২ স্মার্টফোনটি এখন ৫০ হাজার টাকা ছাড়ে মাত্র ১,৩৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর-সমৃদ্ধ এই ডিভাইসটি বাজারের সবচেয়ে পাতলা (স্লিম) ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোনগুলোর একটি।

অনার ম্যাজিক ৬ প্রো
১৫ হাজার টাকা মূল্যছাড়ে ম্যাজিক ৬ প্রো পাওয়া যাচ্ছে ১,১৪,৯৯৯ টাকায়। বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে অত্যাধুনিক আই-ট্র্যাকিং প্রযুক্তি, সিলিকন-কার্বন ব্যাটারি এবং এআই প্রযুক্তি-ভিত্তিক বেশ কয়েকটি উন্নত ফিচার।

অনার ২০০ প্রো
আরেকটি হাই-এন্ড ফোন অনার ২০০ প্রো বর্তমানে ৮ হাজার টাকা ছাড়ে ৭৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ও স্টুডিও-লেভেল পোর্ট্রেট ক্যামেরা। অসাধারণ সব ছবি তোলা সম্ভব এর ক্যামেরা দিয়ে, এমনটি-ই দাবি অনারের।

অনার ২০০
প্রো মডেলটির মতো অনার ২০০ মডেলেও মিলছে উল্লেখযোগ্য মূল্যছাড়। বর্তমানে ৫ হাজার টাকা কমে ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে অনার ২০০ স্মার্টফোনটি। যে সকল ব্যবহারকারী সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ফোন উপভোগ করতে চান তাদের জন্য বেশ ভালো একটি অপশন হতে পারে অনার ২০০।

বিজয়ের মাসে অনারের আরও কিছু অফার
উপরের এই হাই-এন্ড মডেলগুলোর পাশাপাশি অনার তাঁদের এক্স৯বি ও এক্স৮বি মডেল দুটি’তে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার করছে।

ভরা মঞ্চে স্বপ্না চৌধুরীকে টেক্কা দিলেন ডলি শর্মা, তুমুল ভাইরাল ভিডিও

যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে, অনারের এই অফার পুরো ডিসেম্বর মাসজুড়েই থাকবে গ্রাহকদের জন্য। দেশজুড়ে অনারের অনুমোদিত সকল ব্র্যান্ড শপে বিশেষ মূল্যছাড়ে এই ফোনগুলো কেনার সুযোগ পাবেন স্মার্টফোনপ্রেমীরা।