চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অনার তাদের নতুন স্মার্টফোন অনর X7c 5G আন্তর্জাতিক বাজারে উন্মোচন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফোনটি ১৮ আগস্ট বাজারে আসবে। ফোনটি দুটি রঙে পাওয়া যাবে— ফরেস্ট সবুজ ও মুনলাইট সাদা।
মজবুত গঠন ও পানি প্রতিরোধ ক্ষমতা
অনর X7c 5G-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর মজবুত বডি ও পানি প্রতিরোধী নকশা। ফোনটিতে ৫-স্টার পতন প্রতিরোধ রেটিং রয়েছে, ফলে হঠাৎ পড়ে গেলেও সহজে ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া এতে রয়েছে আইপি৬৪ মানের পানি প্রতিরোধ ক্ষমতা।
প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি ৩ মিনিটের ‘ওয়াটার প্রুফ পরীক্ষা’ সফলভাবে পাস করেছে। অর্থাৎ ফোনটি হঠাৎ পানিতে পড়ে গেলে বা প্রবল বৃষ্টিতে ভিজলেও এর কোনো ক্ষতি হবে না।
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দ্রুত চার্জ সুবিধা
ফোনটিতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বড় ব্যাটারি, যা ৩৫ ওয়াট দ্রুত চার্জ প্রযুক্তি সমর্থন করে। কোম্পানির দাবি অনুযায়ী, একবার চার্জে এটি দিতে পারবে—
২৪ ঘণ্টা অনলাইন ভিডিও দেখা
১৮ ঘণ্টা অনলাইন স্বল্পদৈর্ঘ্য ভিডিও দেখা
৫৯ ঘণ্টা গান শোনা
৪৬ ঘণ্টা কথা বলা
বিশেষত্ব হলো, এতে অতি-শক্তি সাশ্রয় মোড রয়েছে, যার ফলে মাত্র ২% চার্জ থাকলেও ৭৫ মিনিট পর্যন্ত কল করা যাবে।
বড় পর্দা ও উন্নত কর্মক্ষমতা
কর্মক্ষমতার জন্য ফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট মানক র্যাম এবং ৮ গিগাবাইট ভার্চুয়াল র্যামের সমন্বয়ে সর্বোচ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম সুবিধা, সাথে ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ সংরক্ষণক্ষমতা। পর্দার আকার ৬.৮ ইঞ্চি, ফুল এইচডি প্লাস মানের, যাতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ হার এবং সর্বোচ্চ ৮৫০ নিটস উজ্জ্বলতা। উন্নত শব্দ মানের জন্য ডুয়েল স্টেরিও স্পিকারও রয়েছে।
ক্যামেরা ও চিপসেট
ছবির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। কর্মক্ষমতার জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নানা ফিচারের সমর্থন থাকবে।
সব মিলিয়ে অনর X7c 5G শুধু একটি স্মার্টফোন নয়, বরং শক্তিশালী কর্মক্ষমতা, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং মজবুত বডির সমন্বয়ে ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।