বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনর সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে Honor X9b 5G ফোন অ্যান্ড্রয়েড ১৩ বেসড Honor OS 7.2 নিয়ে লঞ্চ হবে। অর্থাৎ এর সাহয্যেই পরিচালিত হবে ফোন।
আজই ভারতে লঞ্চ হতে চলেছে Honor X9b 5G ফোন। গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের মিল থাকবে, একথা আগেই শোনা গিয়েছিল। ইতিমধ্যেই Honor X9b 5G ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ফোনের ডিজাইন কেমন হতে পারে, কী কী রঙে লঞ্চ হতে পারে এবং সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
শোনা গিয়েছে, ৮ জিবি র্যাম থাকবে এই ফোনে। সেটা অনবোর্ড বা ইনবিল্ট র্যাম। এই র্যামের পরিমাণ ভার্চুয়াল র্যামের মাধ্যমে ২০ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এবার আনুষ্ঠানিক লঞ্চের আগে Honor X9b 5G ফোনের অপারেটিং সফটওয়্যার এবং ফ্রন্ট ক্যামেরা সেনসর সম্পর্কে জানা গিয়েছে সংস্থার তরফে।
Honor সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে Honor X9b 5G ফোন অ্যান্ড্রয়েড ১৩ বেসড Honor OS 7.2 নিয়ে লঞ্চ হবে। অর্থাৎ এর সাহয্যেই পরিচালিত হবে ফোন। এছাড়াও এখানে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন বেশ কিছু ফিচার। তার ফলে ইউজারদের অভিজ্ঞতা আরও ভাল হবে।
HonorTech India- র প্রধান মাধব শেঠ এক্স মাধ্যমে ঘোষণা করেছেন Honor X9b 5G ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। এই ফোনে কার্ভড ডিসপ্লে থাকবে। তার উপরের দিকের বর্ডারের মাঝখানে একটি হোল পাঞ্চ কাট আউট থাকবে। সেখানেই সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
Honor X9b 5G ফোনে ম্যাজিক টেক্সট নামে একটি ফিচার থাকতে চলেছে। এর সাহায্যে কোনও ইমেজ অর্থাৎ ছবির মধ্যে থাকা টেক্সট খুঁজে পাওয়া যাবে এবং তা কনভার্ট করা সম্ভব হবে। Honor X9b 5G ফোনে বেশ কিছু কাস্টোমাইজড ফিচার থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। আর বেশ কয়েকটি ফিচারের আপগ্রেডেড এবং আপডেটেড ভার্সানও পাওয়া যাবে।
এর আগে সংস্থার তরফে জানানো হয়েছিল যে Honor X9b 5G ফোন ভারতে লঞ্চ হবে ৫৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে। এই ব্যাটারিতে একবার চার্জ দিলে ১৮ ঘণ্টার কলিং টাইম, সর্বোচ্চ ১২ ঘণ্টার গেমিং টাইম এবং প্রায় ১৯ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া সম্ভব হবে। একবার পুরো চার্জ দেওয়ার পর এই ফোন ব্যবহার না করলে তিনদিন পর্যন্ত তা চালু থাকবে।
Honor X9b 5G ফোনে একটি কোয়ালকমের ৪ এনএম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকবে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে চলেছে। মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ অরেঞ্জ- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে চলেছে Honor X9b 5G ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ডুয়াল রিং ডিজাইন থাকতে পারে ক্যামেরা মডিউলের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।