বিনোদন ডেস্ক : ক্যানসারের সাথে লড়ছেন অভিনেত্রী হিনা খান। তিনি এখন স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে আছেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে তার।
ইতোমধ্যে প্রথম কেমোথেরাপি নিয়েছেন হিনা। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন।
প্রথম কেমো নেওয়ার পরও কাজে ফিরেছিলেন হিনা। তবে আবারও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সেখান থেকেই যন্ত্রণার কথা জানালেন অভিনেত্রী।
হিনা তার পোস্টে লিখেছিলেন, ‘আমার ছবিতে কী দেখতে পাচ্ছেন? শরীরের ক্ষত, নাকি আমার দুই চোখ ভরে থাকা আশা? এই ক্ষত আমার। আমি যে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি, এই ক্ষতই তা বলে দিচ্ছে। তাই এই ক্ষতচিহ্নকে নিজের শরীরে ধারণ করছি সাদরে।’
তবে প্রতিটি মুহূর্তে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে হিনাকে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘খুব কষ্ট সহ্য করতে হচ্ছে। প্রতিটি সেকেন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। তবু আমি বলছি, ভালো আছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।