স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী থানা

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুরে বাড়ির উঠানে তামাক শুকানোকে কেন্দ্র করে স্বামীর থাপ্পড়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

লালমনিরহাটের আদিতমারী থানা

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী থানার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সারপুকুর এলাকার মতিয়ার রহমান কাচুর (৬০) স্ত্রী জাহানারা (৫৫)।

স্থানীয়রা জানান, বুধবার সকালে তামাক শুকানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় জাহানারা আঙুল তুলে কথা বললে স্বামী মতিয়ার তাকে থাপ্পড় দিলে অন্যত্র সরে যান। কিছুক্ষণ পর শোনেন জাহানারার মৃত্যু হয়েছে।

ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম রফিক জানান, বুধবার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

পোড়াদহ মেলায় ৪০ কেজির ব্ল্যাক কার্পের দাম ৮০ হাজার