যেভাবে মায়ামিতে মেসিকে আনলেন বেকহ্যাম!

বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক: বিশ্বের বিভিন্ন ক্লাবের লোভনীয় প্রস্তাব ছেড়ে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে সই করেছেন লিওনেল মেসি। দল বদলের পরে মেসি জানিয়েছিলেন, মায়ামিতে তার সই করার অন্যতম কারণ ডেভিড বেকহ্যাম।

বেকহ্যাম

ইংল্যান্ডের এই সাবেক ফুটবলার এখন মায়ামির অন্যতম মালিক। মেসিকে আমেরিকার ক্লাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা কিন্তু এই মরসুমের আগে করেননি বেকহ্যাম। ১০ বছর আগে থেকে মেসিকে আনার চেষ্টা করছিলেন তিনি। অবশেষে সফল হয়েছেন।

সেই সব গোপন কথা জানিয়েছেন বেকহ্যাম। তিনি বলেন, ‘‘১০ বছর আগে মেসির বাবা জর্জের সঙ্গে এক নৈশভোজে দেখা হয়। তখনই ওকে বলেছিলাম, মেসিকে এক দিন আমাদের ক্লাবে সই করাব। সেই সময়েই জর্জেকে আমাদের পরিকল্পনার কথা বলেছিলাম। এমনকি মায়ামির জার্সিতে মেসিকে কেমন লাগবে সেই ছবিও ওকে দেখিয়েছিলাম। সেই শুরু।’’

তারপর নানা ভাবে মেসিকে আনার প্রস্তাব দেন বেকহ্যাম। মেসির বাবা জর্জে তার এজেন্টও। তাই তাকেই সব বলতেন বেকহ্যাম। কিন্তু ২০১৯ সালে বার্সেলোনায় একটি গোপন বৈঠকে কথাবার্তা অনেকটা এগিয়েছিলেন তারা।

বেকহ্যাম বলেন, ‘‘একটা বিমানে লন্ডন থেকে গোপনে বার্সেলোনা গিয়েছিলাম আমরা। সেখানে একটা হোটেলে মেসির বাবার সঙ্গে কথা বলি। আমরা জানিয়েছিলাম, মেসিকে নিতে কতটা আগ্রহী মায়ামি।’’ কিন্তু তত দিন বার্সা ছেড়ে পিএসজিতে মেসির যোগ দেওয়া প্রায় পাকা হয়ে গিয়েছিল। তাই তখন হতাশ হয়ে ফিরতে হয়েছিল বেকহ্যামকে।

গত মরসুমে মেসি যখন আর পিএসজিতে থাকবেন না বলে ঠিক করে নিয়েছেন তখন তৃতীয় বারের জন্য ময়দানে নামেন বেকহ্যাম। তিনি বলেন, ‘‘মেসি যখন পিএসজিতে থাকতে চাইছে না তখন আমরা আবার প্রস্তাব দিই। কথাবার্তা প্রায় পাকা ছিল। শুধু ঘোষণা হচ্ছিল না। আমি জাপানে ছিলাম। একদিন ভোর ৫টায় আমার স্ত্রী ফোন করে বলে যে মেসি জানিয়ে দিয়েছে মায়ামিতে আসছে। সেটা আমার কাছে সব থেকে খুশির খবর ছিল।’’

ইমোজির ব্যবহার শুরু কবে কখন কীভাবে জানেন কি?

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরে আমেরিকায় ফুটবলের উন্মাদনা বেড়েছে। মেসির খেলা দেখতে মাঠে উপস্থিত হচ্ছেন খ্যাতনামীরা। সব ম্যাচেই বেকহ্যামকে দেখা যাচ্ছে গ্যালারিতে। মেসি যোগ দেওয়ার আগে লিগে সবার শেষে ছিল মায়ামি। মেসির পায়েই লিগে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন বেকহ্যাম।