জুমবাংলা ডেস্ক : হাওড় ও পাহাড়বেষ্টিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ আরও নেমেছে। ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো জনপদ। সেই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে নেমে এসেছে এক রকমের স্থবিরতা। এমন শীত আরও কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
স্থানীয়রা জানান, তীব্র শীতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। ঠান্ডার কারণে তারা সঠিক সময়ে কাজে বেরুতে পারছেন না। আবার কুয়াশা ও শীতের তীব্রতায় কাজও পাচ্ছেন না অনেকে।
এদিকে, শীত নিবারণে গরম কাপড় সংকটে রয়েছেন বিভিন্ন বস্তি ও হাওড়পাড়ের গরিব লোকজন।
এ বিষয়ে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপুল চন্দ জানান, সকাল ৬টায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও সকাল ৯টায় তাপমাত্রার একই অবস্থা অব্যাহত ছিল। এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।