স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মাঠে ব্যাটে-বলে মুন্সিয়ানা দেখান ক্রিকেটাররা। আর আনন্দে মাতেন দর্শকরা। দর্শকদের সেই আনন্দ আরও বাড়িয়ে দেন মাঠে থাকা প্রতিটা দলের চিয়ারলিডাররা।
ক্রিকেটারদের চার-ছক্কা কিংবা উইকেটে রঙিন জামাকাপড় পরে নাচতে দেখা যায় চিয়ারলিডারদের। প্রতিটা ম্যাচের জন্য বেশ মোটা অঙ্কের টাকা পান চিয়ারলিডাররা। প্রতিটা দলের আলাদা আলাদা চিয়ারলিডার থাকে। এবারের আইপিএলে চিয়ারলিডারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচে ২৫ হাজার টাকা পান কলকাতার চিয়ারলিডাররা।
এরপর মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চিয়ারলিডাররা প্রতি ম্যাচে পান ২০ হাজার টাকা। আর রাজস্থান রয়্যালস ও লক্ষৌ সুপার জায়ান্টস তাদের চিয়ারলিডারদের ম্যাচ প্রতি দেন ১৫ হাজার টাকা। অন্যদিকে পঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্স তাদের চিয়ারলিডারদের ম্যাচ প্রতি দেন ১২ হাজার টাকা।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।