আন্তর্জাতিক ডেস্ক : একবার ভাবুন তো যদি আপনার একটি ব্যক্তিগত বিমান থাকতো তাও আবার খুবই কম দামে হাতের নাগালে, তাহলে কেমন হতো? এটি কিন্তু অবাস্তব কিছু নয় আপনি চাইলেই একটি প্রাইভেট কারের চেয়েও কম দামে কিনতে পারেন বিশ্বের সবচেয়ে ছোট বিমান ক্রিক্রি।
কলম্বিয়ার তৈরি বিমানটি এতটাই ছোট যে এটাতে একজনের বেশি উঠতে পারবেন না। আমাদের দেশে এই বিমানের প্রচলন না থাকলেও বহিঃবিশ্বে এর চাহিদা ব্যাপক। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও চলাচল করতে দেখা যায় বিশ্বের সবচেয়ে পুচকো বিমানটি। এটি দামে সস্তা ও উচ্চগতি সম্পন্ন হওয়ায় বেশ জনপ্রিয় পশ্চিমা দেশগুলোতে। বিমানটির দাম মাত্র ৯ হাজার ৫০ ডলার যা বাংলাদেশি টাকায় মাত্র ১১ লক্ষ টাকার মত। ভাবা যায় এই টাকায় বর্তমানে একটি প্রাইভেট কারও হয় না। এটির ইঞ্জিন মোটর সাইকেলে ব্যবহৃত ইঞ্জিনের চেয়েও ছোট। সেটিকে আবার হাত দিয়ে ঘুড়িয়েই চালু করতে হয়।
উরোজাহাজটি লম্বায় ১২ ফুট হয়ে থাকে। যদিও ৭০ এর দশকে আবির্ভাব হওয়া বিমানটির নকশায় বদল এসেছে বহুবার। ওজনেও বেশ হালকা এটি, মাত্র ৮০ কেজি হয়ে থাকে অ্যালুমিনিয়ামের তৈরি ক্রিক্রি। এটি মূলত চলে পেট্রোলো। ২৫ হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা এই ছোট্ট যানটি ১৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে সক্ষম। উরোজাহাজটি একটানা ১ থেকে দেড় ঘন্টা পর্যন্ত উরতে পারে। এ কারণেই আমেরিকানরা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক কাজে দূর-দূরান্তে যেতে এটি ব্যবহার করে থাকে। এর ককপিট অনেক ছোট তারপরও ককপিটে রয়েছে স্পিডোমিটার, অল্টিচিউড মিটার, ফুয়েল গেজ কম্পাস, ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থাসহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটার।
বিমানটি মূলত পিষ্টনের তৈরি দুইটি ইঞ্জিন দ্বারা চালিত। এর নিচে সেইফলি ওঠা-নামার জন্য রয়েছে ৩ টি চাকা যেগুলো ল্যন্ডিং গিয়ার নামে পরিচিত। ক্রিক্রি নামের উরোজাহাজটি রানওয়ে ছাড়াও ঘাসযুক্ত মাঠে ওঠা নামা করতে পারে খুব সহজেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।