জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুই না আমাদের চোখের সামনে উঠে আসে তাই না! কখনও কখনও দেখা যায়, কেউ আজব গান গেয়েই ভাইরাল হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ আজব নেচে ভাইরাল হয়ে যাচ্ছে। সবটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হ্যাঁ, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। পশু-পাখিদের একেকটা মজার মজার ভিডিও সোশ্যাল মিডিয়াকে আগলে রাখছে। কোথাও একটা পাইথন সাপ, গাছ বেয়ে উপরে উঠছে আবার কোথাও হাতির নাচ চোখে পড়ছে।
এগুলো সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোথাও দেখা সম্ভব নয়! আর এখন এইরকম ভিডিওগুলিই মানুষকে আনন্দ দিচ্ছে প্রতিনিয়ত। এবার ভাইরাল হল চমতকার একটি ভিডিও। যা দেখে হাসতে হাসতে কুপোকাত সকলেই। সম্প্রতি ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি ধূসর রঙের গোলগাল বিড়ালের কোমরের চমৎকার কোমর বন্ধনী পরিয়ে দু হাত তুলে তাঁর মালিক তাকে নাচাচ্ছে একটি অসাধারণ মিউজিকের তালে।
এমনকি বিড়ালটি মালিকের দেখানো নাচে দুর্দান্ত বেলি ডান্স করল। আর বিড়ালটিও একেবারেই বিরক্ত না হয়ে মালিকটি যেমনটা বলল তেমনটা করল। বিড়ালটির অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন নেটিজেনরা সবাই। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘মোচি দ্য ক্যাট’ (Mochi The Cat) নামক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। যাতে এখনও পর্যন্ত কয়েক লাখ পছন্দের সংখ্যা ছাড়িয়েছে।
করোনা মরসুম আস্তে আস্তে দেশ থেকে বিদায় নিয়েছে, তাই স্বচ্ছ্বল পৃথিবী ফের ঘুরে দাঁড়াচ্ছে।
আসলে মানুষ সময়ের স্রোতে ভাসমান প্রাণী। সময়ের পরিবর্তন মানুষকেও প্রতিনিয়ত বদলে দিচ্ছে। সমাজের দিকে যদি একটু নিখুঁত দৃষ্টিতে তাকানো যায়, তাহলে আমাদের গল্পে উঠে আসবে অনেক মানুষের নানা ভ্যারিয়েন্ট। বর্তমানে সমাজে একাধিক পশুপ্রেমী মানুষ আছে, যারা নিজের থেকেও নিজেদের বাড়ির পোষ্য বা রাস্তায় ঘুরে বেড়ানো পশুদের বেশি ভালবাসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।