জুমবাংলা ডেস্ক : বর্তমান যুগ নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার যুগ। আর বর্তমান যুগের অধিবাসী হয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। বর্তমানে আট থেকে আশি প্রতিটি মানুষের হাতে সোশ্যাল মিডিয়া থাকায় সোশ্যাল মিডিয়ার দুনিয়া এখন কারো কাছেই অপরিচিত নয়।
বিশেষ করে করোনা অতিমারি চলাকালীন লকডাউনের জেরে যখন প্রতিটি মানুষ গৃহবন্দী ছিল তখন থেকে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে। যার দরুন বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়া ছাড়া অচল।
সোশ্যাল মিডিয়া মূলত যোগাযোগের মাধ্যম হিসেবে প্রথমে ব্যবহার হলেও বর্তমানে একশ্রেণীর মানুষের কাছে মনোরঞ্জন ও রোজগারের মাধ্যম হয়ে উঠেছে। আর এর ফলে হামেশাই ভাইরাল হচ্ছে বিভিন্ন রকম ভিডিও। যেখানে উঠে আসছে বিভিন্ন পশু পাখিদের কর্মকান্ড সহ বিভিন্ন মানুষের প্রতিভা।
সোশ্যাল মিডিয়ায় এই দুই টপিকের ভিডিও অজস্র পরিমাণে থাকলেও নেটিজেনদের সবচেয়ে বেশি নজর কাড়ে বিভিন্ন পশু পাখিদের ভিডিও। বিশেষ করে পাখিদের কথা বলার ভিডিও সাইবারবাসীর প্রথম নজরে থাকে।
সাধারণত আমরা জানি টিয়া, ময়না ও কাকাতুয়ার মতো পাখিরা হুবহু মানুষের মতো কথা বলতে পারে। এছাড়াও কখনো কখনো শালিক পাখির মধ্যেও এই প্রতিভা দেখা যায়। তবে কিছু কিছু পাখিদের মধ্যে এছাড়াও কিছু অদ্ভুত প্রতিভা রয়েছে যেগুলো একবার দেখলে অবাক হওয়া ছাড়া কোনো উপায় থাকেনা। সম্প্রতি সেরকমই একটি পাখির ভিডিও ব্যাপক নজর কাড়লো প্রতিটি নেট নাগরিকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।