স্পোর্টস ডেস্ক : নিজেদের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়েই কাটিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি আর পর্তুগিজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের সায়াহ্নে এসে দুজন পাড়ি দিয়েছেন আলাদা গন্তব্যে। ইউরোপ ছেড়ে রোনালদো গেছেন সৌদি আরবের প্রো-ফুটবল লিগের ক্লাব আল নাসরে আর মেসি ঠিকানা গড়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে।
দুজনের যাত্রা দুই মেরুতে হলেও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ যেন এখনও সেই আগের মতোই রয়ে গেছে। প্রাক মৌসুম প্রস্তুতিতে রোনালদো এই মুহুর্তে আছেন পর্তুগালে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পর্তুগিজ এই তারকা বলেন, ‘সৌদি লিগ যুক্তরাষ্ট্রের এমএলএস-এর চেয়ে ভালো। আমি সৌদি লিগের পথ খুলে দিয়েছি, যার কারণে এখন সব খেলোয়াড় এখানে আসছে।’
রোনালদো শুধু এমএলএস নিয়েই বলেননি। ইউরোপের ঐতিহ্যবাহী ডাচ ও তুর্কি লিগ নিয়েও বড় মন্তব্য করেছেন। তিনি আশা করেন, এক বছরের মধ্যেই সৌদি লিগ আরও বেশি উন্নত পর্যায়ে যাবে। তুরস্কের কিংবা নেদারল্যান্ডসের ঘরোয়া লিগকেও ছাড়িয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই ফুটবল লিগ।
রোনালদোর এমন মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানান ভক্ত সমর্থকদের অনেকেই। বেশিরভাগেরই ধারণা মেসি এমএলএসে যোগ দেওয়ায় রোনালদো সেই লিগকে এমন কটাক্ষ করেছেন। রোনালদোর এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এমএলএসের তারকা মাইক লাহোড।
সিবিএস স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লাহোড বলেছেন, ‘রোনালদো বোধহয় আজকাল হুক্কা খুব বেশি টানছে। এক বছরের মধ্যে ডাচ ও তুর্কি লিগকে সৌদি লিগ ছাড়িয়ে যাবে এটা একটা হাস্যকর বক্তব্য।’
মেসিকে ইন্টার মিয়ামি উপস্থাপন করার পরই আজেবাজে বকা শুরু করেছেন রোনালদো-এমনটাই ধারণা লাহোডের। তার মতে, ‘মেসি যখনই ২০২৬ বিশ্বকাপের মধ্যে নর্থ আমেরিকায় ফুটবলকে মানুষের দোরগোড়ায় আনার কথা বলেছেন, তখনই রোনালদো এই মন্তব্য করেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।