আন্তর্জাতিক ডেস্ক : জিনিস পছন্দ হয়েছে। কিনতেও চান। জিনিসের দাম দেওয়ার জন্য ব্যাগ থেকে নোটের বান্ডিল বের করলেন এক তরুণী। স্টোরের কর্মীরা সেই নোটের বান্ডিল দেখে প্রথমে কিছু অবাক হলেন। তারপর কর্মীরা সেগুলো গুনতে শুরু করলেন। প্রায় ঘণ্টা দুয়েক লাগল গুণতে।
আর গোনা শেষ হতেই তরুণী সব নোট ফেরত নিয়ে ব্যাগে ভরে সঙ্গীদের সঙ্গে স্টোর থেকে বেরিয়ে গেলেন। স্টোরের কর্মীরা অবাক। কিন্তু, কেন এমন করলেন তরুণী? তার এই ‘প্রতিশোধের’ কাহিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তরুণী নিজেই।
ঘটনাটি ঘটেছে চীনের চংকুইংয়ে। সোশ্যাল মিডিয়ায় ওই তরুণী জানিয়েছেন, জুন মাসে একটি বিখ্যাত ব্র্যান্ডের ওই স্টোরে তিনি পোশাক কিনতে গিয়েছিলেন। কিন্তু, সাধারণ পোশাক দেখে স্টোরের কর্মীরা তাকে উপেক্ষা করেন। তরুণী অভিযোগ করেন, তিনি পানি চাইলেও দেননি স্টোরের কর্মীরা। সেইসময় তিনি স্টোর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরের চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানেও কোনো সাড়া পাননি।
এই উপেক্ষারই ‘প্রতিশোধ’ নিতে চান ওই তরুণী। মাস দুয়েক পরে বান্ধবীর সঙ্গে ওই স্টোরে তিনি যান। তাদের পরনে ছিল দামি পোশাক। কয়েকটি পোশাক পছন্দ করেন তারা। সেগুলো কিনতে চান। তারপর পোশাকের দাম হিসেবে ব্যাগ থেকে নোটের বান্ডিল বের করে কর্মীদের দেন। স্টোরের কর্মীদের ২ ঘণ্টা লাগে নোটের বান্ডিল গুনতে। সবমিলিয়ে ৬ লক্ষ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকারও বেশি) ছিল।
রণবীর-আয়ুষ্মানের ‘না’! সৌরভের বায়োপিকে এবার বাংলার সুপারস্টার?
টাকা গোনা শেষ হতেই তরুণী জানিয়ে দেন, তিনি সিদ্ধান্ত বদলে ফেলেছেন। জিনিস কিনবেন না। সোশ্যাল মিডিয়ায় ওই তরুণী লিখেছেন, “গোনা শেষ হতেই আমি আমার টাকা ফেরত নিই। এবং চলে আসি।” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার এই পোস্ট। অনেকেই তার এই ‘প্রতিশোধের’ প্রশংসা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।