জুমবাংলা ডেস্ক: চাঁদপুর জেলার হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন স্বামী স্ত্রী দু’জনেই। শুক্রবার বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মিজি বাড়ির মৃত আ. গফুর মিজির ছেলে হাজী মো. মমিন মিজি (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬০)। নিহত দম্পতি ১ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী।
প্রতিবেশীরা জানান, মমিন মিজি বাড়িতে কবুতর পালতেন। কবুতরের বাচ্চা বিড়ালে খেয়ে ফেলায় কবুতরের বাসার দু’পাশে বিদ্যুতের তার প্যাঁচিয়ে রেখেছেন। বিকালে তিনি কবুতরের বাসায় কবুতর দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান।
এ সময় পাশে অবস্থানকারী স্ত্রী নূরজাহান তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যাৎতায়িত হন। ঘটনাস্থলেই মারা যান দু’জনে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের সৈয়দ জানান, এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর ডায়রি করা হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।